পায়রায় এলো আরো একটি জাহাজ, সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে

অন্যান্য জাতীয় বিদ্যুত ও জ্বালানি

সুবর্ণবাঙলা প্রতিবেদন

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এবার ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ।

শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে রোববার সকাল ৯টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভেড়ে। দুপুরে লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। ৪ থেকে ৫ হাজার টন কয়লা লাইটারের মাধ্যমে খালাসের পর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে রাতে জাহাজটিকে নেওয়ার পর পুরোপুরি কয়লা খালাস শুরু হবে।

পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ এটি। সাড়ে ৯ মিটার গভীরতার এ জাহাজটি ২০০ মিটার দীর্ঘ ও ৩২ মিটার প্রস্থ।

সংশ্লিষ্টরা জানান, এর আগে ডলার সংকটে কয়লার বকেয়া পরিশোধ করতে না পারায় গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। পরে ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন কয়লা আমদানির জন্য এলসি খোলার পর গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামে একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট উৎপাদনে যায়। এর মাধ্যমে কেন্দ্রটির বিদ্যুৎ জতীয় গ্রিডে যুক্ত হয়।

পর্যায়ক্রমে আরও জাহাজ আসবে জানিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, শিগগিরই ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটেরও উৎপাদন শুরু হবে। এর মধ্য দিয়েই পুরোপুরি উৎপাদনে ফিরবে পায়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *