সুবর্ণবাঙলা প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে রহমত আলীর জালে ছয় কেজি ওজনের তিনটি রিটা মাছ ধরা পড়েছে। রোববার সকাল ৮টার দিকে মাছগুলো ধরা পড়ে। মাছ তিনটি ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে!
জেলে রহমত আলী বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে শনিবার রাতে কয়েকজন সহযোগী নিয়ে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ জালে ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। রোববার সকাল ৮টার দিকে জালে জোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে সহযোগীদের নিয়ে জাল তুলে দেখতে পাই বড় বড় তিনটি রিটা মাছ ধরা পড়েছে। প্রতিটি রিটা মাছের ওজন দুই কেজি।
তিনি বলেন, রিটা মাছগুলো সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে নিয়ে যাই। মাছ তিনটি আমার কাছ থেকে এক হাজার আটশ টাকা কেজি দরে মোট ১০ হাজার আটশ টাকায় কিনে নেন চান্দু মোল্লা।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৯শ টাকা কেজি দরে মাছ তিনটি বিক্রি করে দিয়েছেন তিনি।