‘সুড়ঙ্গ’ মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে

বিনোদন

বিনোদন প্রতিবেদন

ঈদুল আজহায় ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলার পর এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। চলতি মাসেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আগ্রহী হয়ে সিনেমাটি আমদানি করছে।

খবরটি জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক রেদওয়ান রনি। চরকির প্রধান এ নির্বাহী জানান, ‘সুড়ঙ্গ’ শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

ভারতীয় সাংবাদমাধ্যম সূত্রের খবর, পশ্চিমবঙ্গের সেন্সর বোর্ডে ছবিটি পাঠানো হয়েছে। ছাড়পত্র পেলে আগামী ২২ জুলাই সেখানে ছবিটি মুক্তি পাবে।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’র ডিসট্রিবিউটর শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এর আগে চলতি বছর চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটিও পশ্চিমবঙ্গে মুক্তি পায়। সেখানে বেশ সাড়া ফেলে হাওয়া।

দ্বিতীয় সপ্তাহেও দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলছে ছবিটি। প্রদর্শনীগুলো রীতিমতো হাউসফুল যাচ্ছে। সিনেমার সাফল্যে মুক্তির ১০ দিন পরই এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সিনেমার নির্মাতারা।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে অভিষেকেই সাড়া ফেলেছেন আফরান নিশো। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার প্রমুখ। চিত্রনাট্যে ছিলেন নাজিম উদ দৌলা। যিনি এর আগেও ‘শান’, ‘দামাল’, ‘অপারেশন সুন্দরবন’ এ কাজ করে প্রশংসিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *