মহাখালীতে ট্রেনে কাটা পড়ে তিন ছিন্নমূল শিশুর মৃত্যু

ঘটণা- দুর্ঘটনা পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক ছবি

রাজধানীর মহাখালী উড়াল সেতুর নিচে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তিন ছিন্নমূল শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শ্রী সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে মহাখালী উড়াল সেতুর নিচে ২৭০ নং পিলারের সামনে রেললাইন দিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে হেঁটে যাচ্ছিল ওই শিশুরা। এ সময় অসাবধানতাবশত কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা।

তিনি জানান, ট্রেনের নিচে পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় তারা। তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ছিন্নমূল শিশু। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *