সুবর্ণবাঙলা ডেস্ক
ইরানের বিভিন্ন শহরে ফিলিস্তিনি জনগণের বিজয়ের সমর্থনে সমাবেশ হয়।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার সঙ্গে ইরান ‘জড়িত ছিল না’ বলে জানিয়েছে জাতিসংঘে দেশটির প্রতিনিধিদল।
এক বিবৃতিতে ইরানের প্রতিনিধি দল জানায়, আমরা কোন দ্বিধা ছাড়াই ফিলিস্তিনের প্রতি আমাদের জোরালো সমর্থন জানাচ্ছি; তবে ফিলিস্তিনের প্রতিক্রিয়ার সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই, এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফিলিস্তিনই নিয়েছে।
এর আগে হামাস বলেছিল, শনিবার ভোরের হামলায় তারা ইরান থেকে সহায়তা পেয়েছিল। হামাস গোষ্ঠীর যোদ্ধাদের অস্ত্র এবং প্রশিক্ষণ দেওয়াসহ তাদেরকে অনেকদিন ধরেই সহায়তা করে আসছে ইরান।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এই হামলার পেছনে ইরানের ভূমিকা রয়েছে অথবা তারা হামলার নির্দেশ দিয়েছে, এমন কোন প্রমাণ আমরা এখনো দেখিনি।
এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইটবার্তায় এ কথা বলেছেন।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পরে দেশটির মন্ত্রীসভায় আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়।
যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। একইসঙ্গে ১০ জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, তৃতীয় দিনে গড়িয়েছে হামাস-ইসরাইল যুদ্ধ। এ পর্যন্ত মারা গেছে ৮০০ ইসরাইলি ও ৫৬০ জন ফিলিস্তিনি।