সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
এবার হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে মুখ খুললে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার প্রমাণ বলে মন্তব্য করেছেন। খবর রয়টার্সের।
পুতিন মঙ্গলবার বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার ঢেউ মার্কিন নীতির ব্যর্থতার প্রমাণ। তারা ফিলিস্তিনি স্বার্থ উপেক্ষা করে একচেটিয়া আলোচনার চেষ্টা করেছিল।
সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানীকে পুতিন বলেন, ‘আমি মনে করি যে অনেকেই আমার সঙ্গে একমত হবেন এটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।’
প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে ‘একচেটিয়া’ করার চেষ্টা করেছে এবং ওয়াশিংটন প্রতিটি পক্ষের কাছে গ্রহণযোগ্য সমঝোতাকে অবহেলা করেছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তাসহ ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করেছে। ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি রাষ্ট্র চায় এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী বানাতে চায়। পাশাপাশি ১৯৬৭ সালে যুদ্ধের পর ইসরায়েলের দখলকৃত সমস্ত অঞ্চল ফেরত চায়।
ক্রেমলিন এর আগে বলেছিল যে তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের মধ্যে বিরোধ সমাধানে ভূমিকা পালন করতে চায়।