গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি নেদারল্যান্ডসের

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে নেদারল্যান্ডস সরকার গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো মানবিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার অধিবাসীদের দুর্বিষহ পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার ডাচ সরকার এ ঘোষণা দেয়।

সরকার বলেছে, জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তহবিল অনুদান দেওয়া হয়েছে। গাজাবাসীর পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে এ অর্থ ব্যয় করা হবে।

একই সঙ্গে হামাসের ধ্বংসাত্মক হামলার জবাবে ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে- কথাটির পুনরাবৃত্তি করে ডাচ সরকার বলেছে, তবে অবশ্যই এ পালটা হামলার মাত্রা সমানুপাতিক ও যুদ্ধের আন্তর্জাতিক নিয়মের মধ্যে হতে হবে।

ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী লিজে শ্রেইনেমাচার এক চিঠিতে সংসদকে বলেছেন, বেসামরিক বা মানবিক সহায়তা কর্মীরা কখনই সহিংসতার লক্ষ্য হওয়া উচিত নয় এবং মানবিক সহায়তার সুযোগ অসীম হওয়া উচিত।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর আগে থেকেই গাজায় পানির সংকট এতটাই বেশি যে, গাজাবাসী দীর্ঘদিন ধরেই তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন যে পরিমাণ পানি প্রয়োজন তা পাচ্ছে না।

প্রত্যেক ইসরাইলি যেখানে প্রতিদিন ২৪০ থেকে ৩০০ লিটার পানি ব্যবহার করে, সেখানে গাজাবাসী প্রতিদিন পানি ব্যবহার করছেন মাত্র ৮৩ দশমিক ১ লিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *