বাকৃবি সংবাদদাতা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে অবস্থিত রেললাইন থেকে প্রায় ৫০ থেকে ৬০ পিস রেলওয়ে ক্লিপ এবং ছয়টি প্লেস প্লেট খুলে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঐ ঘটনা ঘটে। এই ঘটনায় এক জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিশু মোর্শেদ তার বন্ধু সাদাব, আদিত্য এবং আবিরের সঙ্গে হলের রাস্তা ধরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ের দিকে যাচ্ছিলেন। ঐ সময় তারা দুজন অচেনা ব্যক্তিকে রেললাইনের দিক থেকে বস্তায় করে কিছু নিয়ে আসতে দেখেন। লোকটি হাত থেকে বস্তা নামিয়ে রাখলে লোহার শব্দ পাওয়ায় মিশু মোর্শেদ কৌতূহলী হয়ে অচেনা ঐ লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। লোকদুটি বস্তায় তাদের নিজস্ব জিনিস নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন। এসময় মিশু সন্দেহের কারণে জোর করে বস্তায় হাত দিয়ে বুঝতে পারেন সেগুলো রেললাইনের ইলাস্টিক ক্লিপ।
এবিষয়ে জানতে চাইলে মিশু মোর্শেদ বলেন, ঐ লোকদের জেরা করার মাঝেই বাকৃবি ছাত্রলীগ সভাপতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছিলাম। এসময় ঐ দুজন বস্তা ফেলে পালিয়ে যেতে লাগলে ধাওয়া করে এক জনকে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে ঐ দুর্বৃত্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের এসআই লুত্ফর রহমান জানান, আটক করা ঐ ব্যক্তির নাম অপু (৪০)। অপু বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার বাসিন্দা কুতুবউদ্দিনের ছেলে।
এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল বলেন, ঐ দুর্বৃত্তকে আমরা জি আর পি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আর ক্লিপ খুলে নেওয়ার জন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। রেললাইন কিছুক্ষণের মধ্যেই মেরামত করে দেওয়া হয়েছে।