ঈদের ছুটি শেষ, আজ থেকে খুলেছে অফিস

জাতীয়

সুবর্ণবাঙলা প্রতিবেদন

ঈদুল ফিতরের ছুটি শেষ হলো।শুরু হয়েছে অফিস।আবারও চিরচেনা কর্মচঞ্চল ঢাকা।আজ থেকে অফিস খুললেও সরকারি অফিস আদালতগুলোতে এখনও ঈদের রেশ।স্বত:স্ফূর্ত ও ঢিলেঢালা ভাব সবার মধ্যে।

টানা ৫ দিনের ঈদের ছুটি শেষে সোমবার সকাল থেকে খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৮ এপ্রিল মঙ্গলবার। আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।

ঈদের আগে গত বুধবার ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে শনিবার। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) ও ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ছিল ঈদের ছুটি।

ঈদ শনিবার হওয়ায় এ বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা রোজার ঈদের ছুটি ভোগ করেছেন টানা ৫ দিন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।

এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে।

২০ এপ্রিল ছুটি থাকায় এবার ঈদে টানা ৫ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের ছুটি শেষে দূরদূরান্ত থেকে সকালে অনেকে সরাসরি অফিসে এসেছেন। কেউ কেউ আবার পরিবার নিয়ে গতকালই ঢাকায় এসেছেন।

আজ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, সবাই ঈদ শুভেচ্ছায় মেতে ছিলেন। কাজেরও তেমন চাপ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *