মদ্যপানে বিয়ের পরদিনই যুবকের মৃত্যু

অন্যান্য ঘটণা- দুর্ঘটনা মফস্বল

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক


মদ্যপানে। প্রতীকী ছবি।

অতিরিক্ত মদ্যপানে বিয়ের পরদিন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সৌরভ সাহা (৩০)। গায়ে হলুদের রাতে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মালোপাড়ায় নিজেদের বাড়িতে মদ্যপান করেছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুর আলমডাঙা থানার সিরগ্রাম এলাকার গৌরাঙ্গ সাহার ছেলে সৌরভ। পরিবার নিয়ে ঢাকার জিনজিরা মালোপাড়ায় থাকতেন। পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি।

হাসপাতালে তার স্বজনরা জানান, পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়। গত ৩০ জানুয়ারি জিনজিরার বাসায় তার গায়র হলুদ হয়। সেই রাতে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন সৌরভ। এর পরদিন বুধবার বরযাত্রী নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যান কনের বাড়িতে। সেখানে বুধবার রাতে তাদের বিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

স্বজনরা জানান, আজ বৃহস্পতিবার বউ নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল। তবে সকালে ঘুম থেকে উঠেই অসুস্থ্যতার কথা জানান সৌরভ। তখন স্বজনরা তাকে মুকসুদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে আবার ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সেই বাড়িতে যাওয়ার পর অসুস্থ্যতা আরো বাড়তে থাকে। তখন স্বজনরা তাকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *