অনলাইন ডেস্ক
পাকিস্তানের জাতীয় পরিষদ। ছবি: সংগৃহীত
পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (৩ মার্চ)। দেশটির জাতীয় পরিষদ সচিবালয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডন।
পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) জারি করা তফসিল অনুযায়ী, প্রার্থীরা শনিবার দুপুর ২টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওইদিনই কাগজপত্র যাচাই-বাছাই শেষ হবে।
তফসিলে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনের পদ্ধতি জাতীয় পরিষদ সদস্যদের (এমএনএ) কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে মনোনীত করেছে এবং ওমর আইয়ুব খানকে মনোনীত করেছে পিটিআই।