সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
গ্রেপ্তার ফুল চাঁন মিয়া। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুল চাঁন মিয়া নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১১-এর মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম। এ ঘটনায় ওই ছাত্রীর দাদা মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই থানায় বৃদ্ধকে হস্তান্তর করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ ফুল চাঁন মিয়াকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মামলায় বলা হয়, সোনারগাঁ পৌর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওই ছাত্রী ৮ ফেব্রুয়ারি পারিবারিক প্রয়োজনে প্রতিবেশী ফুল চাঁন মিয়ার বাড়িতে যায়। এ সময় তাকে ধর্ষণ করা হয়। পরে আরও দুই দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে ফের ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিলে ভুক্তভোগী আত্মহত্যার হুমকি দেয় এবং পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এতে এলাকায় ঘটনা জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যান।
সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।