সুবর্বাঙলা ওয়েরডেস্ক
এলাকায় অভিযুক্ত তান্ত্রিক হিসেবে পরিচিত। অসহায় মুহূর্তে তার কাছেই শরণাপন্ন হয়েছিল নির্যাতিতার পরিবার। অসহায় মুহূর্তের সুযোগ নিয়ে, তন্ত্রসাধনার নাম করে অসুস্থ নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল ওই তান্ত্রিকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার ঘটনাটি ঘটেছে সবং থানার তিন নম্বর দাঁদরা অঞ্চলের নীলা এলাকায়। ৬২ বছরের বিষ্ণুপদ হাজরা দীর্ঘদিন ধরেই সেখানে তন্ত্রসাধনা করে। অসুস্থ নাবালিকাকে নিয়ে এদিন তার কাছে যান পরিবারের সদস্যরা। একরাতের জন্য নাবালিকাকে তার কাছে রেখে যেতে বলে ওই তান্ত্রিক। তাই মেনে নিয়ে নাবালিকাকে রেখে বাড়ি ফিরে যান সকলে।
পরেরদিন বাড়িতে গিয়ে তান্ত্রিকের সমস্ত কীর্তি ফাঁস করে নাবালিকা। শুনেই তান্ত্রিকের বাড়িতে হাজির হন এলাকার বহু লোক। তাকে গাছে বেঁধে বেধড়ক মারধর শুরু করেন। তার সমস্ত জিনিসও পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তান্ত্রিককে উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পকসো ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
(খবর: ভারতীয় দৈনিক আজকালের)