দিনে দুটি করে ডিম দিচ্ছে মুরগি!
নাটোর প্রতিনিধি :
প্রতিদিন একটি করে ডিম দেওয়া মুরগির স্বাভাবিক ঘটনা হলেও দিনে দুটি করে ডিম দেওয়ার ঘটনা শোনা যায় না। কিন্তু তেমনই এক বিরল ঘটনা ঘটেছে বাগাতিপাড়ায়। দিনে দুটি করে ডিম দেওয়া এক অদ্ভুত মুরগির সন্ধান পাওয়া গেছে উপজেলার সদর ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের রকিবুল ইসলামের বাড়িতে। চার মাস ধরে দুটি করে ডিম দিচ্ছে মুরগিটি।
বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, স্বাভাবিকভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘণ্টা সময় লাগে। ১২ ঘণ্টা পরপর একটি করে ডিম দেওয়ার ঘটনাটি অস্বাভাবিক। বিষয়টি যাচাই-বাছাই করে দেখে সত্যতা পেলে ঊর্র্ধ্বতন কর্মকর্তা বরাবর জানানো হবে।