সুবর্ণবাঙলা বিনোদন
‘মেনকা’ গানের পোস্টার ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ আইটেম গানে দেখা গেছে অভিনেত্রী নুসরাত ফারিয়া। গানটি বেশ দর্শকপ্রিয় হয়েছে। এবার আরেকটি আইটেম গানে দেখা যাবে তাকে।
টালিউডের রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে নাচবেন নুসরাত ফারিয়া। ‘মেনকা’ শিরোনামের ওই গানের একটি পোস্টারও প্রকাশিত হয়েছে।
রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ফেসবুকে পোস্ট করা পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, দর্শকরা ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন। তাদের অপেক্ষার অবসান হচ্ছে। ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। আশা করা যায়, ‘মেনকা’ গানে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, একটি গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে কেন্দ্র করে কিছু সত্য ও কিছু কল্পনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেছিলেন ‘প্রলয়’ সিনেমাটি। এবার এই পরিচালক দর্শকের জন্য আনলেন ‘আবার প্রলয়’। এ সিরিজে আছেন, সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল।
জানা গেছে, জি-ফাইভে সিরিজটি দেখা যাবে ১১ আগস্ট থেকে।