আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে যাচ্ছেন প্রথম রূপান্তরিত নারী

খেলাধুলা

সুবর্ণবাঙলা ডেস্ক

ড্যানিয়েলে ম্যাকগাহি। ছবি : সংগৃহীত

নতুন কিছু প্রথম দেখতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সামাজিক এবং মেডিকেল প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তরিত নারী-পুরুষদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেলেও ক্রীড়াঙ্গনে সেভাবে দেখা যায় না। বর্তমানে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল আর ক্রিকেটে রূপান্তরিত নারীদের নারী দলে খেলার সুযোগ আছে, তবে আন্তর্জাতিক ক্ষেত্রে নয়। তবে এবার সম্ভবত তার পরিবর্তন হতে যাচ্ছে।

ক্রিকেটে প্রথম রূপান্তরিত খেলোয়াড় হতে যাচ্ছেন ড্যানিয়েলে ম্যাকগাহি। ২৯ বছর বয়সী এই ব্যাটার আগামী ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে কানাডার হয়ে খেলবেন।

আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

আইসিসি জানিয়েছে, পুরুষ থেকে নারীতে রূপান্তরিত খেলোয়াড়ের স্বীকৃতি পেতে যে মানদণ্ড নির্ধারণ করা আছে, ম্যাকগাহি তা পূরণ করেছেন। তবে নারীদের লিঙ্গভিত্তিক অধিকার সুরক্ষায় কাজ করা ‘উইমেনস রাইটস নেটওয়ার্ক’ রূপান্তরিত খেলোয়াড়রা ‘তাৎপর্যপূর্ণ সুবিধা’ পেয়ে থাকেন জানিয়ে বলছে, আইসিসির সিদ্ধান্ত ‘অন্যায্য ও অনিরাপদ’।

বিবিসির খবরে বলা হয়, ম্যাকগাহির জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় পাড়ি দেওয়ার আগপর্যন্ত মেলবোর্নের একটি ক্লাবে পুরুষ দলের হয়ে খেলতেন। কানাডায় যাওয়ার পর খেলতেন সাচকাচুয়ান প্রদেশের ক্যাভালিয়ার্স সিসির হয়ে। এরপর একই বছরের নভেম্বরে সামাজিকভাবে নারীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেন, যার মেডিক্যালি-রূপান্তর শুরু হয় ২০২১ সালের মে মাসে।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে কানাডার হয়ে ব্রাজিলে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে চারটি ম্যাচও খেলেছেন ম্যাকগাহি। তবে সেসব ম্যাচ আইসিসি স্বীকৃত ছিল না। এখন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই দিয়ে অভিষেক হতে যাচ্ছে ম্যাকগাহির।

৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে প্রথম দিনে ব্রাজিলের মুখোমুখি হবে ম্যাকগাহির কানাডা। এই বাছাইয়ে অপর দুই দল যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। আঞ্চলিক বাছাইয়ের বিজয়ী দল খেলবে বৈশ্বিক বাছাইয়ে। যেখান থেকে দুটি দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। স্বাগতিক বাংলাদেশসহ মোট ১০ দল নামবে বিশ্বকাপ ট্রফির লড়াইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *