ন্যাটো সম্প্রসারণে পুতিনকে ‘দায়ী’ করলেন হিলারি

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ন্যাটো সম্প্রসারণে পুতিনকে ‘দায়ী’ করলেন হিলারি। ছবি: এনডিটিভি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে খোঁচা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। রুশ নেতাকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘খুব খারাপ, ভ্লাদিমির। আপনিই বিষয়টিকে নিজের ওপর টেনে এনেছেন।’

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তার এই কথার মাধ্যমে হিলারি মূলত ন্যাটোর সম্প্রসারণ ও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তাকে একপাশে রাখার দায় পুতিনের ওপর চাপিয়েছেন।

বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার নিজের অফিসিয়াল প্রতিকৃতি উন্মোচনের জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যান হিলারি ক্লিনটন। সেখানে দেওয়া বক্তব্যে হিলারি পুতিনকে খোঁচা দেওয়ার পাশাপাশি সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা করেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছেই পরাজিত হয়েছিলেন তিনি।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি ইঙ্গিত দেন, ট্রাম্প তার শাসনামলে মার্কিন মিত্রদের বিচ্ছিন্ন করার যে কাজ করেছিলেন, সেটির কারণে রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রতিহত করার জন্য কিয়েভের পক্ষে সমর্থন জোগাড়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারে।

‘আমরা আমাদের মিত্র এবং আমাদের বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের অনেক সেতু পুড়িয়ে দিয়েছি, আর তাই লোকেরা এই বিষয়ে সন্দেহ করতেই পারে,’ বলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
হিলারি ক্লিনটন বলেন, ‘বৈদেশিক নীতি পুনঃস্থাপন করা … যা আসলে মানুষকে আমাদের কাছে নিয়ে আসে, তাদের দূরে ঠেলে দেয় না, এটি অত্যন্ত কঠিন বলে মনে করা হতো। এবং প্রকৃতপক্ষে এটি আসলেই কঠিন, কিন্তু (ট্রাম্পের আমলে) সেটিই সম্পন্ন করা হয়েছিল।’

এ সময় বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ধন্যবাদও জানান হিলারি। তার মতে, বিশ্বজুড়ে আমেরিকার অবস্থান পুনরুদ্ধারে সহায়তা করছেন ব্লিংকেন।

হিলারি ক্লিনটন বলেন, সহকর্মী ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওবামা প্রশাসনের অনেক অগ্রাধিকারমূলক নীতি অনুসরণ করে চলেছেন। মূলত প্রেসিডেন্ট বাইডেন ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ মার্কিন কূটনীতিক এবং তিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

তিনি বলেন, ‘ইউক্রেনে গণতন্ত্র রক্ষা করা, ন্যাটোর সম্প্রসারণ করা – এটি এখন এক বিষয় হয়ে উঠেছে। খুব খারাপ ভ্লাদিমির, আপনি এটি নিজেই সামনে নিয়ে এসেছেন।’

হিলারি আরও বলেন, আমরা সবসময় বলেছি, মানুষকে ন্যাটোতে যোগ দিতে বাধ্য করা হয় না। বরং মানুষ নিজেই সিদ্ধান্ত নেয় এবং ন্যাটোতে যোগ দিতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *