ইংল্যান্ড ২৮৬ রানে অলআউট করল অস্ট্রেলিয়াকে

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কিন্তু চলতি আসরে বাজে পারফরম্যান্সের কারণে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ব্রিটিশরা।

আজ নিজেদের অষ্টম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংরেজরা। এখন তাদের টার্গেট শেষ তিন ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের অষ্টম দল হিসেবে বিশ্বকাপ শেষ করা তাহলে ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। না হয় দর্শক হয়ে থাকতে হবে।

অন্যদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি সেমিফাইনালের পথেই রয়েছে। আজ ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় অসিরা।

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন মার্নাস লাবুশেন। ৪৭ রান করেন ক্যামেরন গ্রিন। ৪৪ ও ৩৫ রান করে করেন স্টিভ স্মিথ ও মার্কু স্টয়নিস। ইংল্যান্ডের হয়ে ৯.৩ ওভারে ৫৪ রানে ৪ উইকেট নেন ক্রিস ওকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *